হাওড়া: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথ। শুক্রবার দুপুর থেকে তার শারীরিক অসুস্থতা অনুভব করায় ওইদিন সন্ধ্যায় তাঁকে হাওড়া জেলার শিবপুরের বাসভবন থেকে কলকাতা মিন্টো পার্কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বয়সের কারণে শিল্পীর ফুসফুসের সমস্যার পাশাপাশি রয়েছে কিডনির সমস্যা। এছাড়াও বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি, এমনটাই জানা গেছে নারায়ণ দেবনাথের পরিবার সূত্রে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের চতুর্থ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন প্রখ্যাত কার্টুন ও কমিকস শিল্পী নারায়ণ দেবনাথ। তার সৃষ্টি ‘হান্দা-ভোঁদা’, ‘বাটুল দি গ্রেট’ এবং ‘নন্টে-ফন্টে’ কার্টুন দীর্ঘকাল ধরে বাঙালির শৈশবে এক ডাক কেটে আসছে। আর এরই সুবাদে ২০২১-এ জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকায় বাম ওঠে শিল্পী নারায়ণ দেবনাথের।
শিল্পীর অসুস্থতার খবর পেয়ে রাজ্যের শিল্পী মহলের প্রত্যেকেই আরোগ্য কামনা করেছেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান এই শিল্পীর পরিবারের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীও বাংলার এবারের ‘পদ্মশ্রী’ প্রাপকের আরোগ্য কামনা করেছেন ফোনালাপে।