শহরের মেট্রোয় এবার থেকে ‘টম অ্যান্ড জেরি’ দৌরাত্ম্য!

শহরের মেট্রোয় এবার থেকে ‘টম অ্যান্ড জেরি’ দৌরাত্ম্য!

Tom and Jerry

কলকাতা: গড়িয়া থেকে সুদূর দক্ষিণেশ্বর। কলকাতা মেট্রোর দীর্ঘ যাত্রাপথে বোর হন অনেকেই। গান শোনা বা ফোনে ভিডিও দেখা কিংবা বই পড়ার উপায় থাকলেও তা কতক্ষণ ভালো লাগে? এছাড়া কারোর সঙ্গে গল্প করার হলেও টানা একভাবে তো করা যায় না। তাহলে উপায় কী? মেট্রো যাত্রাপথে সকলের বিরক্ত কাটাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে মেট্রোয় দেখানো হবে কার্টুন। ট্রেনের ভিতরেই হবে ‘টম অ্যান্ড জেরি’র দৌরাত্ম্য। 

এমনিতে মেট্রো রেলের ভিতরে এলইডি স্ক্রিন থাকে। তাতে রুট ম্যাপ কিংবা স্টেশনের নাম ভেসে ওঠে আর স্পিকারে শোনা যায় অ্যানাউন্সমেন্ট। কিন্তু এবার থেকে ‘ইনফোটেনমেন্ট অন হুইলস’ নামের উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ যাতে এলইডি স্ক্রিনে দেখা যাবে ‘টম অ্যান্ড জেরি’র মতো কার্টুন। শুক্রবার থেকেই শুরু হয়েছে নয়া পরিষেবা। নিত্যযাত্রীরা এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি হয়েছেন। তাদের বক্তব্য, দীর্ঘ যাত্রা পথে অনেক সময়েই কিছু করার থাকে না। চুপচাপ বসে থাকা ছাড়া। আর শিশুরা থাকলে তো তারা খুবই বিরক্ত হয়। তাই কার্টুন দেখানো হলে বাচ্চারাও বোর কম হবে, কার্টুন দেখতে দেখতে মেট্রো যাত্রা উপভোগও করতে পারবে। 

শিশুদের ছাড়াও বড়রাও যে কার্টুন দেখতে অপছন্দ করে এমনটা নয়। এখনও বহু মানুষ আছেন যারা ‘টম অ্যান্ড জেরি’ বা অন্য কোনও কার্টুন পছন্দ করেন। আসলে এগুলিই তো ছোটবেলার নস্ট্যালজিয়া। তাই মেট্রোর এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =