ভয়াবহ দুর্ঘটনার কবলে কৃষ্ণ কল্যাণীর গাড়ি, আহত ২

ভয়াবহ দুর্ঘটনার কবলে কৃষ্ণ কল্যাণীর গাড়ি, আহত ২

কলকাতা: কিছুদিন আগেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও বিজেপি বিধায়ক অক্ষতই ছিলেন কারণ সরাসরি তাঁর গাড়িতে আঘাত লাগেনি। এবার একই রকম ঘটনা ঘটল রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তাঁর গাড়ি। তবে তিনিও ওই গাড়িতে ছিলেন না তাই রক্ষা পেয়েছেন। কিন্তু গাড়িতে থাকা দু’জন গুরুতর আঘাত পেয়েছেন বলে খবর।

আরও পড়ুন- চন্দ্রমুখী আলু বিকচ্ছে ৪০ টাকায়, সেঞ্চুরির দোরগোড়ায় বেগুন! আকাশ ছোঁয়া মাছ-মাংস

জানা গিয়েছে, শনিবার ভোরে রায়গঞ্জের বিধায়ককে স্টেশন থেকে আনতে মালদহ যাচ্ছিল এই গাড়িটি। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। গাড়িতে থাকা দু’জন আহত হয়েছেন। তাঁরা এখন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এই খবর পাওয়ার পরেই মালদহ নেমে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি অবশ্য মনে করছেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট করেননি যে কাকে তিনি সন্দেহ করছেন। আপাতত ঘাতক ওই লরিকে আটক করা হয়েছে।

গত ১ জুলাই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়৷ তমলুক-মারিশদার মাঝে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনায় অল্প জখম হন বিরোধী দলনেতার দেহরক্ষী৷ জানা গিয়েছে, একটি লরির সঙ্গে ধাক্কা লাগে কনভয়ের৷ তবে সংশ্লিষ্ট গাড়িটিতে ছিলেন না শুভেন্দু৷ দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়৷ পরে অন্য একটি গাড়িতে করে তমলুকের উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + sixteen =