নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর: মাহেন্দ্রক্ষণে লক্ষাধিক পুণ্যার্থী সাগরে ডুব দিয়ে কপিলমুনি মন্দিরে পুজো পুণ্যার্থীদের৷ বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই লক্ষাধিক পুণ্যার্থীরা মাহেন্দ্রক্ষণে সাগরের বেলা ভূমিতে পূণ্য স্নান করলেন। গঙ্গাসাগর মেলা বজায় রাখলো তার কৌলিন্য। শুধু এই রাজ্য নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশের পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে সাগরতটে পূণ্য লাভে। এমনকি হাজার হাজার পর্যটকরা ও এসেছে গঙ্গাসাগরের তীরে। ফলে গঙ্গাসাগর এখনও মিনি ভারতে পরিণত হয়েছে। যদি করোনার জেরে এবারের ভিড় তুলনামূলক অনেক কম৷
গঙ্গাসাগর সর্ব ধর্মের মিলনভূমি। সকাল থেকে সাগরতটে পুণ্যার্থীরা ভিড় বাড়ানোয় ভিড় বাড়ে পূণ্য স্নানে৷ এমনকি গরুর লেজ ধরে বৈতরণী পার হয়ে সাগরে কয়েকটা ডুব দিয়ে পুণ্য লাভের আশায় পুণ্যার্থীরা কপিলমুনির মন্দিরে পুজো দেন। এ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্য সরকার নিরাপত্তার দিক থেকেও কোন খামতি রাখনি।
প্রতিনিয়ত আকাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলে হোভারক্রাফট নজরদারি চালায় এদিন। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীদেরও তৎপর থাকতে দেখা যায়। বারবার মাইকিং করে পুণ্যার্থীদের জানানো হয় মাক্স পরার কথা। এমনকি যাদের মুখে মাক্স নেই ,তাদেরকে দেওয়া হয় মাক্সও। অতিমারীর দাপটে এবার জলপ্লাবন দেখা যায়নি প্রতিবারের মতো৷