২৬৪ আসনে বিরোধীরা কেউ প্রার্থীই দিতে পারেননি! হাইকোর্টের দ্বারস্থ ক্যানিংয়ের ভোটার

২৬৪ আসনে বিরোধীরা কেউ প্রার্থীই দিতে পারেননি! হাইকোর্টের দ্বারস্থ ক্যানিংয়ের ভোটার

কলকাতা: ক্যানিং এক নম্বর ব্লকে ২৬৪টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিরোধী রাজনৈতিক দলের কেউই প্রার্থী দিতে পারেনি। এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি, সেখানেই এই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে। 

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার এক ভোটার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে দাবি করেছেন, ২৬৪টি আসনের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী নেই। কেন এমন ঘটনা ঘটবে তা নিয়ে প্রশ্ন তুলেই তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই আদালত নির্বাচন কমিশনের উত্তর চেয়েছে।