বাড়ির উঠোনেই দেদার চলছে গাঁজার চাষ! পুলিশের জালে আটক ৩

বাড়ির উঠোনেই দেদার চলছে গাঁজার চাষ! পুলিশের জালে আটক ৩

 কলকাতা:  আড়ালে-আবডালে নয়। একেবারে বাড়ির উঠোনে চলছে গাঁজার চাষ। তাও অল্পস্বস্প নয়, রীতিমতো গাঁজা গাছের জঙ্গল গজিয়ে উঠেছে উঠোনে। গোপন সূত্রে গাজা চাষের খবর পেয়ে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত মামজোয়ার গ্রাম পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। বাড়িতে ঢুকে পুলিশ কর্তাদের চক্ষু চড়কগাছ বাড়ির উঠোনে থিকথিক করছে গাঁজা গাছ৷ অভিযোগ, গোপনে পাচারকারীদের কাছে এই গাঁজা বিক্রি করা হত৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ রবিবার ধৃত তিনজনকে রানাঘাট মহকুমার অতিরিক্ত আদালতে তোলা হয়৷  বিচারক তাদের ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ ধৃতদের নাম জানা যায়নি৷ 

আরও পড়ুন- হচ্ছে না হাওড়ার নির্বাচন! বাকি ৪ পুরসভায় ভোট ঘোষণা কমিশনের

জানা গিয়েছে খুব গোপনে এই গাঁজা গাছের চাষ চলছিল৷ উঠোনে সারি দিয়ে লাগানো হয়েছিল গাঁজা গাছ৷ সমস্ত গাঁজা গাছ কেটে দেওয়া হয়েছে৷ প্রায় ১০ লক্ষ টাকার গাঁজ গাছ উদ্ধার করেছে পুলিশ৷ নদিয়ার সীমান্ত এলাকায় গাঁজা সহ অন্যান্য মাদকের চোরাচালানের রমরমা৷ অবৈধ চোরাচালান রুখতে মাঝেমধ্যেই চলে পুলিশের অভিযান৷ কিন্তু এই প্রথম একেবারে বাড়ির উঠোন থেকে উদ্ধার হল গাঁজা গাছ। ওই এলাকার অন্য কোনও বাড়িতে এই ভাবে গাঁজা চাষ হচ্ছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =