Aajbikel

‘আর কতদিন রাস্তায় থাকব?’ দ্রুত বেঞ্চ গঠন করা হোক, আর্জি নিয়ে ফের হাই কোর্টে চাকরি প্রার্থীরা

 | 
হাইকোর্ট

 কলকাতা: ফের আদালতের দ্বারস্থ হলেন ‘বঞ্চিত’ চাকরি প্রার্থীরা। স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা হাই কোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দ্রুত শুনানির নির্দেশও দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, প্রয়োজনে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে। দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েই বৃহস্পতিবার আদালতের দুয়ারে হাজির বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বেঞ্চ গঠনের আর্জি জানান চাকরি প্রার্থীদের আইনজীবীরা। আদালত তাঁদের আশ্বাস দিয়েছে আদালত৷ 


এদিন চাকরিপ্রার্থীদের আইনজীবী বলেন, আর কতদিন চাকরির দাবিতে এঁরা রাস্তায় বসে কাটাবে? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হোক৷ যাতে এঁরা সুরাহা পায়৷   


প্রসঙ্গত, গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। বলা হয়, ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে৷ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না৷ এখন আদালতের নির্দেশের দিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা৷   

Around The Web

Trending News

You May like