বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক! বাবুল-লকেট-যশ-তনুশ্রী-পায়েলকে টিকিট

বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক! বাবুল-লকেট-যশ-তনুশ্রী-পায়েলকে টিকিট

কলকাতা: নীলবাড়ি দখলের লক্ষ্যে তৃতীয় ও চতুর্থ দফায় প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনের সাফল্য একুশেও ধরে রাখতে এবার বেশ কয়েকজন সাংসদকেও ভোটের ময়দানে নামল গেরুয়া শিবির৷ তৃণমূলের প্রার্থী তালিকার মতো বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম৷

আজ দিল্লি থেকে ঘোষণা করা হয় বিজেপির প্রার্থী তালিকা৷ এবার একুশের লক্ষ্যে আলিপুরদুয়ার কেন্দ্র ভোটে লড়বেন বিজেপির প্রার্থী অশোক লাহিড়ি৷ সিঙ্গুর থেকে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ চঁচুড়া থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ ডোমজুড় থেকে বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তারকেশ্বর থেকে বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত৷ চন্ডীতলা থেকে বিজেপির প্রার্থী যশ দাশগুপ্ত৷ টালিগঞ্জ থেকে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়৷

ডোমজুড় কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ অভিনেত্রী পায়েল সরকার লড়বেন বেহালা পূর্ব কেন্দ্র থেকে৷ লকেট চট্টোপাধ্যায় লড়বেন চুঁচুড়ায়৷ বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিক লড়বেন দিনহাটা কেন্দ্র থেকে৷ বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত লড়বেন তারকেশ্বর কেন্দ্র থেকে৷ অভিনেত্রী যশ দাশগুপ্ত লড়বেন  চণ্ডীতলা কেন্দ্র থেকে৷ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী লড়বেন শ্যামপুর কেন্দ্র থেকে৷ প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ি লড়বেন আলিপুরদুয়ার কেন্দ্র থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seventeen =