সময় বেঁধেছে সুপ্রিম কোর্ট, SSC-র সব মামলার দ্রুত শুনানি চেয়ে এবার হাই কোর্টে চাকরিপ্রার্থীরা

সময় বেঁধেছে সুপ্রিম কোর্ট, SSC-র সব মামলার দ্রুত শুনানি চেয়ে এবার হাই কোর্টে চাকরিপ্রার্থীরা

Supreme Court

কলকাতা:  এসএসসি-র নিয়োগ সংক্রান্ত সবক’টি মামলার দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাই কোর্টের আর্জি জানালেন চাকরিপ্রার্থীরা। আজ, সোমবার চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম এ বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। চলতি সপ্তাহেই হতে পারে মামলাগুলির শুনানি৷ (Supreme Court)

এসএসসি-র গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি থেকে নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাগুলি দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ছয় মাসের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে বলেও সময় বেঁধে দেওয়া হয়েছে৷  সেই নির্দেশ অনুযায়ী, গত ১৬ নভেম্বর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিশেষ বেঞ্চ গঠন করেন৷  মামলাগুলির শুনানি হবে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে৷ কিন্তু, এত দিন ওই বেঞ্চ ব্যস্ত থাকায় শুনানি শুরু সম্ভব হয়নি। সেই কারণেই ফের আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা।

বেআইনি নিয়োগ সংক্রান্ত অভিযোগে গত দু’বছর ধরে মামলা চলছে হাই কোর্টে। এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে ফের হাই কোর্টেই মামলা ফিরিয়ে দেয় এসএসসি৷ সঙ্গে বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত মামলা নিষ্পত্তির কথাও বলা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fifteen =