বনধের জেরে ৪দিন ছুটি বাতিল

কলকাতা: ফের বনধ নিয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। বামেদের ডাকা বনধের জেরে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে৷ হাফ ছুটিও নেওয়া যাবে না বলে নির্দেশে দিয়েছে৷ এমনকী, বনধের আগে ও পরের দিনও ছুটি নয়। এরজেরে চারদিন অর্থাৎ ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা৷ অনুপস্থিত থাকলে বেতন ও ছুটিতে কোপ

বনধের জেরে ৪দিন ছুটি বাতিল

কলকাতা: ফের বনধ নিয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। বামেদের ডাকা বনধের জেরে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে৷ হাফ ছুটিও নেওয়া যাবে না বলে নির্দেশে দিয়েছে৷

বনধের জেরে ৪দিন ছুটি বাতিলএমনকী, বনধের আগে ও পরের দিনও ছুটি নয়। এরজেরে চারদিন অর্থাৎ ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা৷ অনুপস্থিত থাকলে বেতন ও ছুটিতে কোপ পড়বে৷ চাকরি জীবনেও একদিন ছেদ পড়বে বলে নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =