পুজোয় USA ভ্রমণ করতে পারবেন কি? এখনও নিশ্চিত নয়

পুজোয় USA ভ্রমণ করতে পারবেন কি? এখনও নিশ্চিত নয়

bfc659b1b06e0f70c47570e59ef8b5a8

নয়াদিল্লি: পুজো এসে গিয়েছে। পুজোর আগে বা পরে অনেকেই বেড়াতে যান। আর বিদেশ ভ্রমণ তো আম বাঙালিদের কাছে এখন জল ভাত। মধ্যপ্রাচ্য থেকে পাশ্চাত্য, পশ্চিম এশিয়া থেকে অস্ট্রেলিয়া – পর্যটক বাঙালির গন্তব্য সর্বত্র। মাঝে দুই বছর অতিমারী আনন্দে ভাগ বসিয়েছে। কর্নার তৃতীয় তরঙ্গ কবে আসবে তা অনিশ্চিত। কিন্তু ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ তাদের ‘ট্রাভেল এডভাইজারি’ জারি করেছেন। ভাল খবর এই যে, শুধু মাত্র ব্রিটেন ছাড়া ভারতীয়দের জন্য ছাড় রেখেছে অধিকাংশ দেশই।

আমেরিকা এমন একটি দেশ যে সেখানে ভারতীয়রা ঘুরতে যেতে ভালবসে। পেশার প্রয়োজনে বা উচ্চশিক্ষার প্রয়োজনে আমেরিকা ভারতীয়দের সেরা পছন্দ।আমেরিকা জানিয়েছে, বিদেশি পর্যটকরা স্বাগত। কিন্তু, আমেরিকায় পা দেওয়ার আগে সম্পূর্ণভাবে তার টিকাকরণ হতে হবে। এবং আমেরিকায় পা দেওয়ার তিন দিনের মধ্যে করোনা নেগেটিভ পরীক্ষার রিপোর্ট দরকার। এখন একটি বড় প্রশ্ন হল, কোন ভ্যাকসিনকে মান্যতা দিচ্ছে আমেরিকা। মর্ডানা, ফাইজার বা জনসন এন্ড জনসন নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ আমেরিকায় তা প্রচলিত। বিদেশি পর্যটকদের জন্য কী নিয়ম তা দেখার বিষয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত ভ্যাকসিন গুলিকে মান্যতা দিচ্ছে আমেরিকা। অক্সফোর্ড astra zeneca ভ্যাকসিন WHO এর তালিকায় রয়েছে। তবে এই তথ্য পাওয়া যায়নি যে, কোভিশিল্ড, যেটি কিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে নির্মিত অক্সফোর্ড astra zeneca ভ্যাকসিন এবং ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিন এই ছাড় পাবে কি না তা এখনও পরিষ্কার নয়।

তবে, আমেরিকার পত্রপত্রিকায় ট্যুরিজম কে চাঙ্গা করার জন্য অনেক কিছু লেখা হচ্ছে। পর্যটক টানার জন্য যে দেশ গুলির নাম করা হচ্ছে, তার মধ্যে রয়েছে ভারতও। বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক প্রতি বছর যান আমেরিকায়। অতিমারীর পর কি হবে না অবশ্য এখনো অনিশ্চয়তার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *