‘‌চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির অনেক ভোটই নিতে পারতাম’‌:‌ মমতা

‘‌চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির অনেক ভোটই নিতে পারতাম’‌:‌ মমতা

725a85c3dffef109579f6d87653e3bf9

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচন  নিয়েও এদিন একুশের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়৷ চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, চাইলে বিজেপির অনেক ভোট নিতে পারতাম। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যশবন্ত সিনহা। কংগ্রেস-সহ ১৭টি বিরোধী দল সমর্থন জানায় যশবন্তকে। 

আরও পড়ুন- ‘‌২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

এদিন তৃণমূল সুপ্রিমো যখন ধর্মতলায় বক্তব্য রাখছিলেন, তখন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনার কাজ চলছে। রাষ্ট্রপতি ভোটের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘আমি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির অনেক ভোট নিতে পারতাম। কিন্তু আমি করিনি।’ এরপর তিনি আরও বলেন, ‘আমাদের এখানে আসানসোলের নরেশ আছে, ও লক্ষাধিক ভোটে জিতিয়েছিল। তাই একে লক্ষ নরেশ বলি আমি। ওকে ফোন করে বলছে, গদ্দাররা ভোট দাও। কিন্তু না হলে ইডিকে পাঠিয়ে দেব। এভাবে ভয় দেখিয়ে কিছু হয় না৷’