ঘুচবে ৭%-এর লজ্জা? তারুণ্যে ভর করেই স্বপ্ন দেখছে বাম শিবির

বামেদের এবারের প্রার্থী তালিকায় রয়েছে তারুণ্য আর অভিজ্ঞতার অনন্য মিশেল

কলকাতা: বামফ্রন্টের তরফে অবশেষে ভোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন চেয়ারম্যান বিমান বসু। দিন কয়েক আগে প্রথম দুই দফার প্রার্থীদের নাম জানানোর পর বাকি ঘোষণার জন্য খানিক সময় চেয়ে নিয়েছিলেন বর্ষীয়ান এই বাম নেতা। একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই গড়ে তোলার জন্য কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট বেঁধেছে বামফ্রন্ট। তবে বামেদের এদিনের প্রার্থী তালিকায় যে চমক দেওয়া হয়েছে, তাকে একেবারেই অভিনব বলে মনে করছে রাজনৈতিক মহল।

বরাবরই ‘বুড়োদের দল’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের বাম শিবির। ২০১১ সালে ক্ষমতা হারানোর পর থেকে অভিজ্ঞতার ভিড়ে তরুণ প্রজন্মকে বঞ্চিত করার এই অভিযোগ আরো বেড়ে গিয়েছিল। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে প্রার্থী তালিকা ঘোষণা করলেন আশি বছরের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তাতে ভোট বাক্সের ফলাফল যাই হোক না কেন, লাল ঝান্ডার “বুড়ো” অপবাদ যে ঘুচল তা বলাই বাহুল্য।

মীনাক্ষী মুখার্জী, ঐশী ঘোষ থেকে শুরু করে সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ থেকে শুরু করে কান্তি গাঙ্গুলী- বামেদের এবারের প্রার্থী তালিকায় রয়েছে তারুণ্য আর অভিজ্ঞতার এক বেনজির মিশেল। এ প্রসঙ্গে বিমান বসু স্বয়ং বলেন, “এবারের প্রার্থী তালিকায় এমন অনেকেই আছেন যাঁদের বয়স ৪০-এর কম। এমনকি ২৬ -২৭ বছর বয়সীকেও প্রার্থী করা হয়েছে।” এমতাবস্থায়, অপবাদ তো ঘুচল, কিন্তু তারুণ্য আর অভিজ্ঞতার এই মিশ্রণ একুশের ভোট ব্যাঙ্কে কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

গত লোকসভা নির্বাচনে রাজ্যে একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি বামেরা। লাল ঝান্ডার পক্ষে মাত্র ৭ শতাংশের কাছাকাছি ভোট থাকায় অনেকেই মনে করেছিলেন পশ্চিমবঙ্গে বামেদের ভোট চলে যাচ্ছে বিজেপির পকেটে। তৃণমূল বিজেপির হেভিওয়েট দ্বন্দ্বে কি এবার সেই ৭ শতাংশে কলঙ্ক মুছতে পারবে বাম শিবির? কংগ্রেস আর আইএসএফের সঙ্গে তাঁদের জোট কি আদেও কার্যকরী হবে? নাকি লোকসভার মতোই লজ্জা অপেক্ষা করছে সংযুক্ত মোর্চার জন্যেও? বলা বাহুল্য, উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =