পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, আদালতের কোনও নির্দেশ কি কাজ করবে

পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, আদালতের কোনও নির্দেশ কি কাজ করবে

d6eb2f15f44413f6f0d6edbc5b28c908

কলকাতা: ৮ জুলাই এক দফ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। কিন্তু বিগত কয়েক দিন ধরে লাগাতার হিংসার ঘটনার কথা উল্লেখ করে ইতিমধ্যেই একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য কয়েক দফায় পঞ্চায়েত ভোট প্রয়োজন। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তাহলে সত্যি কি পঞ্চায়েত ভোটের দফা বাড়তে পারে? 

বিজেপি যে দাবি তুলেছে তা নিয়ে এখন আলোচনা চলছে। রাজ্য নির্বাচন কমিশন ভোটের ঘোষণা করার পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও ঘোষণা করেনি। কিন্তু পরে কলকাতা হাইকোর্ট এই নিয়ে বড় নির্দেশ দেয়। সেই নির্দেশ মতোই এখন বাহিনী চলে এসেছে রাজ্যে। ধাপে ধাপে আরও আসবে। এই প্রেক্ষিতেই প্রশ্ন যে, বিজেপি আর্জি আদালত মেনে নিয়ে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে পারে কিনা। এই প্রশ্নের এক কথায় উত্তর, বাড়াতে পারে না। তার একটি নির্দিষ্ট কারণ রয়েছে। বিষয় হল, রাজ্য নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা। তাদের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে আর সেখানে যা কিছু থাকবে তা নিয়ে আদালত নির্দেশ দিতে পারে না। আর এই ইস্যুতে খোদ রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, দফা বাড়ানো নিয়ে কিছুই ভাবা হয়নি। 

কিন্তু এমনটা হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ভাবে নির্দেশ দিল আদালত? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। তার যুক্তি হল, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বাহিনীর কথা ছিল না। অর্থাৎ বিজ্ঞপ্তির বাইরে যা থাকবে, সেইসব ইস্যু নিয়ে রায় বা নির্দেশ দিতে পারে আদালত। তাতে কোনও বাধা নেই। এখন দেখা যাক, আদতে নির্বাচনের দফা বাড়ানো নিয়ে কী সিদ্ধান্ত হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *