কলকাতা: পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত শহিদ জওয়ান বাবলু সাঁতরার মাকে ফোন করে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
পুলওয়ামায় জঙ্গিদের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হাওড়া বাউড়িয়া চককাশি গ্রামের বাসিন্দা বাবলা সাঁতরা। কাশ্মীরে পোস্টিঙের কথা জানত পরিবার। তাই সংবাদমাধ্যমে খবর জানার পর থেকেই উৎকণ্ঠায় ছিল সাঁতরা পরিবার।
বৃহস্পতিবার সন্ধেয় দিল্লি থেকে ফোন আসে৷ বাবলার সহকর্মীরা জানান, তাঁর হাত ও আংটি দেখে দেহ শণাক্ত করেছেন তাঁরা। ঘটনায় শোকস্তব্ধ বাউড়িয়া। আর কয়েক মাস পরেই চাকরির মেয়াদ শেষ হয়ে যেত বাবলার। তারপর বাড়ি ফিরে ছোট ব্যবসা করার ইচ্ছে ছিল। দেড় মাস আগে কন্যার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাড়িতে। মাকে বলে গিয়েছিলেন, ফিরে আসবেন তাড়াতাড়ি৷
সেই বাবলা বাড়ি ফিরবেন, কিন্তু কফিনে শুয়ে৷ বৃহস্পতিবার সকালেও স্ত্রী মিতার সঙ্গে ফোনে কথা হয় ৩৫ নম্বর ব্যাটালিয়ানের সিআরপিএফ জওয়ানের। তাঁর মৃত্যুতে সান্ত্বনার ভাষা নেই প্রতিবেশীদের। বাবলার উদ্যোগেই তৈরি বাড়িতে টাঙানো হয়েছে জাতীয় পতাকা। এই জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিতে চাইছেন নিহত জওয়ানের বন্ধুরা।