চিটফান্ডকাণ্ডের প্রতিবাদে আজ রেল-সড়ক অবরোধের ডাক

কলকাতা: চিটফান্ডকাণ্ডে ভুক্তভোগী আমানতকারী ও এজেন্টদের ছ’দফা দাবিকে সামনে রেখে আজ শুক্রবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা রাজ্যের নানা জায়গায় রেল ও রাস্তা অবরোধ করবে আন্দোলনকারীদের একটি সংগঠন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওয়েস্ট বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ২৩টি জেলার ৪৩টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, ৩৮ জায়গায় জাতীয় এবং ২৩ জায়গায়

চিটফান্ডকাণ্ডের প্রতিবাদে আজ রেল-সড়ক অবরোধের ডাক

কলকাতা: চিটফান্ডকাণ্ডে ভুক্তভোগী আমানতকারী ও এজেন্টদের ছ’দফা দাবিকে সামনে রেখে আজ শুক্রবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা রাজ্যের নানা জায়গায় রেল ও রাস্তা অবরোধ করবে আন্দোলনকারীদের একটি সংগঠন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওয়েস্ট বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ২৩টি জেলার ৪৩টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, ৩৮ জায়গায় জাতীয় এবং ২৩ জায়গায় রাজ্য সড়ক অবরোধ করা হবে। সর্বস্বান্ত হওয়া আমানতকারীদের গচ্ছিত অর্থ সুদ সহ ফেরতের পাশাপাশি এজেন্টদের নিরাপত্তার দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে আত্মঘাতী আমানতকারী ও এজেন্টদের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই এই সব দাবিতে সংগঠনটি একাধিকবার কলকাতা ও বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 6 =