Aajbikel

বনধের ডাক দিল স্বর্ণ ব্যবসায়ীরা, ডাকাতি-খুনের ঘটনায় উত্তাপ বাড়ছে বঙ্গে

 | 
bandh

বারাকপুর: সোনার দোকানে ডাকাতি এবং খুনের ঘটনায় বারাকপুর তো বটেই গোটা রাজ্য তোলপাড়। এলাকার সাংসদ অর্জুন সিংহ যেভাবে পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তোপ দেগেছেন তাতে আরও অস্বস্তিতে পড়েছে সরকার। এদিকে জানা গিয়েছে, আপাতত এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্থানীয় ব্যবসায়ীরা চুপ করে বসে থাকবেন না। তারা ইতিমধ্যেই বনধ ডেকেছেন। 

বারাকপুরের আনন্দপুরীর এই ঘটনার প্রতিবাদে শনিবার ১২ ঘণ্টার জন্য বনধ ডেকেছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি তোলা হয়েছে। অন্যদিকে বারাকপুরের স্বর্ণ শিল্পী সমিতি জানিয়েছে, তারা এই ঘটনার প্রতিবাদ দেখিয়ে মৌন মিছিল করতে চেয়েছে। এক্ষেত্রে পুলিশের অনুমতি মিলেছে বলেই জানান হয়েছে। তাদের সকলের দাবি, সমস্ত দোষীকে গ্রেফতার করতে হবে এবং এলাকার সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 

পুলিশ সূত্রে আপাতত জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে প্রথমে তিন জন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার পর হাওড়ার বাঁকড়া এবং বীরভূমে মুরারই থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এমন ঘটনা ঘটানোর উদ্দেশ্য কী তা এখনও বোঝা যাচ্ছে না। ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালানো হয় নাকি গুলি চালানোই উদ্দেশ্য ছিল, তা বুঝতেই তদন্তে জোর দিয়েছে পুলিশ। প্রসঙ্গত, ওই সোনার দোকানে হেলমেট মাথায় পরে কয়েক জন দুষ্কৃতী ঢুকে পড়ে গত বুধবার সন্ধেবেলায়। ডাকাতিতে বাধা দিলে দোকানের মালিকের পুত্রকে লক্ষ্য করে গুলি চালায় এক ডাকাত। পরে নীলাদ্রি সিংহ নামে ওই যুবকের মৃত্যু হয়। 

Around The Web

Trending News

You May like