কলকাতা: শেষ ১০ বছর ধরে বন্ধ বন্ধ এই স্টক এক্সচেঞ্জ। কিন্তু অবশেষে তা খোলার ইঙ্গিত মিলল। কথা হচ্ছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নিয়ে। প্রায় ১১৫ বছরের পুরানো এই প্রতিষ্ঠান আবারও দিনের আলো দেখতে পারে বলে পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা স্টক এক্সচেঞ্জ খোলা মানে বাংলার অর্থনীতির ওপর যে বড় প্রভাব পড়বে তা বলাই যায়।
সূত্রের খবর, ২০২৪ সালের মার্চ বা এপ্রিল মাস নাগাদ আবারও খুলতে পারে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। ব্রোকারদের একাংশ মনে করছে, কিছু শর্ত পালন করতে পারলেই দেশের তৃতীয় বৃহত্তম শেয়ার বাজার ক্যালকাট স্টক এক্সচেঞ্জকে লেনদেনের অনুমতি দেওয়া হতে পারে। এই শর্তপূরণের ব্যাপারটি আগামী জানুয়ারি মাসের মধ্যেই সেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা ভালোভাবে সম্পন্ন হলে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই খুলে যেতে পারে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। সেই অর্থে আর কয়েক মাসের অপেক্ষার পরই আবার গমগম করে উঠবে সংশ্লিষ্ট এলাকা।
তথ্য বলছে, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের বর্তমান ভবনটি তৈরি হয়েছিল ১৯২৮ সালে। ১৯৯৭ সাল পর্যন্ত শেয়ার বেচাকেনার নিয়ম অনুসারেই এর কাজ পরিচালনা করা হত। কিন্তু তারপরই তা বন্ধ হয়ে যায়। তবে তারও আগে ১৯০৮ সালে প্রথম পথ চলা শুরু হয়েছিল এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের।