কলকাতা মেডিক্যালে হবে অন্য রোগের চিকিৎসা, চাপের মুখে ঘোষণা?

কলকাতা মেডিক্যালে হবে অন্য রোগের চিকিৎসা, চাপের মুখে ঘোষণা?

 
কলকাতা:  দীর্ঘ আন্দোলনের পর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ও পিজিটিদের দাবি অবশেষে মেনে নিল রাজ্য৷ এবার থেকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসা হবে বলে জানাল হল৷ এই ঘোষণাকে বড় জয় বলে মনে করছেন কলকাতা মেডিক্যাল ও হাসপাতালের আন্দোলনকারীরা৷

আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ সেখানে স্পষ্ট জানানো হয়েছে, হাসপাতালের যে ভবন করোনা চিকিৎসার জন্য অনুপযুক্ত, সেখানে অন্যান্য রোগের চিকিৎসা হবে৷  আন্দোলনকারীদের দাবি, রাজ্যের এই সিদ্ধান্তে বাংলার অসংখ্য মধ্য ও নিম্নবিত্তের মানুষ উপকৃত হবেন৷ এই হাসপাতালে শুধু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হলে তাঁদের  প্রশিক্ষণ অসম্পূর্ণ থেকে যাবে৷ শুধু তাই নয়, এই হাসপাতালে অনেকগুলি সুপার স্পেশালিটি বিভাগ আছে৷ এগুলি বন্ধ হয়ে গেলে রাজ্যের মানুষ বপাকে পড়বেন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে তিনি বলেন, সংক্রমণ রুখতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদেরও সাধারণের মতো সব ধরনের বিধি নিষেধ মেনে চলতে হবে৷ মাস্ক, গ্লাভস, পিপিই ছাড়াও চিকিৎসকদের বিশেষ শিল্ড ব্যবহার করার পরামর্শ দেন তিনি৷ পাশাপাশি করোনা ছাড়াও অন্যান্য রোগীদেরও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা করতে হবে বলে তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eighteen =