কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বরাগনগরের এক মহিলার মৃত্যু৷ মৃত্যুর পর করোনা রিপোর্ট পজেটিভ৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রসূতি বিভাগের পর এবার বন্ধ পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগ৷ চলছে জীবাণুমুক্ত করার প্রস্তুতি৷ মেডিসিন বিভাগের মমস্ত রোগীর করোনা পরীক্ষা সিদ্ধান্ত৷ আপাতত মেডিসিনের রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রিন বিন্ডিংয়ে৷
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি বিভাগ, পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগে রোগী ভর্তির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মেডিক্যাল বিভাগে রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে৷ কিন্তু কেন হঠাৎ কেন তিনটি বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত?
জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক মহিলা রোগীর মৃত্যু হয়৷ ওই মহিলাকে বেশ কয়েকদিন আগেই চার্ণক হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়৷ ইতিমধ্যেই করোনা আক্রান্ত রোগী মৃত্যুর কারণে চার্ণক হাসপাতাল বেশ কয়েকজন নতুন করে আক্রান্ত হয়েছেন৷ পরে চার্ণক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়৷
জানা গিয়েছে, ওই মহিলাকে প্রথমে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল৷ তারপর তার অসুস্থতার বৃদ্ধি পাওয়ায় নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য৷ সেই রিপোর্ট আসার আগেই মহিলার মৃত্যু হয়৷ মৃত্যুর পর রিপোর্ট পজিটিভ মেলে বলে হাসপাতাল সূত্রের খবর৷ এই ঘটনার পর মরদেহ মর্গে রাখা হয়৷ ওই রোগীর কাছাকাছি আসা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে৷ রোগী মৃত্যুর পর আপাতত কলকাতা মেডিক্যালে দুটি বিভাগ বিভাগে রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷