কলকাতা: রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানায, সংশ্লিষ্ট সব পক্ষের আরও কিছু বলার থাকলে বুধবারের মধ্যে তা লিখিত ভাবে জমা দিতে হবে।
আরও পড়ুন- কোভিডের কাজ করা আশাকর্মীর বাড়িতে পুলিশি হানা, তীব্র প্রতিবাদে সোচ্চার ইউনিয়ন
হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিক কমিশন৷ এই ভিত্তিতে রাজ্যের জবাব তলব করা হয়৷ কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে রাজ্য৷ এর পরেই রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দিতে বলা হয়৷ মঙ্গলবার ভার্চুয়াল শুনানির সময় অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দলের রিপোর্ট ধাঁধার মতো৷ এই রিপোর্ট ত্রুটিপূর্ণ৷ কমিশনের তিন সদস্য বিজেপি ঘনিষ্ঠ৷ এই কমিটির দেওয়া রিপোর্ট পক্ষপাত দুষ্ট৷
আরও পড়ুন- তৃতীয় লিঙ্গের প্রধান খুনে গ্রেফতার প্রধান অভিযুক্ত
জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেনি৷ কিন্তু এদিন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে ২৬৮টি অভিযোগ দায়ের করেছে৷ তিনি আরও বলেন, রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এর জবাবে প্রধান বিচারপতি বলেন, শুরু থেকেই যদি আপনারা ব্যবস্থা নিতেন তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না।