করোনায় তথ্য গোপন, কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া জনস্বার্থ মামলা

করোনায় তথ্য গোপন, কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া জনস্বার্থ মামলা

কলকাতা: করোনা মোকাবিলায় আইসিএমআরের গাইডলাইন মেনে চলা হচ্ছে না৷ বাংলায় কতজন করোনা আক্রান্ত, কত জনের মৃত্যু হয়েছে, সেই সমস্ত পরিসংখ্যান ঠিকঠাক মিলছে না৷ মূলত এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা৷ মামলার ভিত্তিতে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের৷

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে  ডায়মন্ডহারবার কেন্দ্রে গত লোকসভা ভোটে বাম প্রার্থী তথা চিকিৎসক ফুয়াদ হালিমের দাবি আইসিএমআরের গাইডলাইন মেনে করোনা মোকাবিলায় কাজ করা হচ্ছে না৷ মানা হচ্ছে না আইসিএমআরের নির্দেশ৷ নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন পালনে ব্যর্থতার অভিযোগ করেছেন তিনি৷

তাঁর অভিযোগ, করোনা পরিস্থিতি মোকাবিলায় খুব ভাল পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ একই সঙ্গে বাংলায় কতজন করোনা আক্রান্ত? কত জনের মৃত্যু হয়েছে?  এই মর্মে সঠিক তথ্য মিলছে না৷ মূলত এমনই অভিযোগ তুলে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা হাইকোর্ট মামলা শুনানি হয়৷ আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷ সেই সময়ের মধ্যে রাজ্যের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷ রাজ্য সরকার করোনা নিয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে, আইসিএমএ দেওয়া গাইডলাইনগুলি কী ছিল,  করোনা নিয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সমস্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছেষ ওই রিপোর্টের ভিত্তিতে মামলার পরবর্তী শুনানি হবে বলে কলকাতা হাইকোর্ট সূত্র খবর৷ অন্য একটি মামলা দায়ের করছেন আরও এক আইনজীবী৷ রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *