শিক্ষকদের যোগ্যতা জানার অধিকার আছে অভিভাবকদেরও’, তথ্য আপলোডের নির্দেশ হাই কোর্টের

কলকাতা: রাজ্যের সকল সরকারি স্কুলে শিক্ষক -শিক্ষিকাদের যোগ্যতা সম্পর্কিত তথ্য সরকারি পোর্টালে আপলোড করতে হবে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।…

কলকাতা: রাজ্যের সকল সরকারি স্কুলে শিক্ষক -শিক্ষিকাদের যোগ্যতা সম্পর্কিত তথ্য সরকারি পোর্টালে আপলোড করতে হবে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। আগামী দু’সপ্তাহের মধ্যে এই তথ্য আপলোড করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ “বাংলার শিক্ষা পোর্টালে” এই নথি আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর নির্দেশ, যে সকল শিক্ষক বা শিক্ষিকারা স্কুলে পড়াচ্ছেন, তাঁদের যোগ্যতা কী, তা পড়ুয়াদের অভিভাবকদের জানা উচিত।

বিচারপতি বসু আরও বলেন, ‘‘স্কুলের শিক্ষক যে যে বিষয়ে পড়াচ্ছেন, সেই বিষয়ে তাঁর যোগ্যতা কতখানি, সেটা অভিভাবকদের অবশ্যই জানা উচিত। কারণ বহু শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে৷ অথচ এর পরেও তাঁরা স্কুলে পড়াচ্ছেন। সে কারণেই এবার রাজ্যকে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা সরকারি পোর্টালে আপলোড করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *