সৌরভের জমি মামলায় অস্বস্তিতে রাজ্য, ১০ হাজার জরিমানা

সৌরভের জমি মামলায় অস্বস্তিতে রাজ্য, ১০ হাজার জরিমানা

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি সংক্রান্ত মামলায় হিডকো কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জরিমানার টাকা জমা দিতে হবে রাজ্যের লিগ্যাল সেলকে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

একটি স্কুল এবং ক্রিকেট কোচিং সেন্টার তৈরি করতে রাজ্য সরকারের থেকে জমি লিজে নিয়েছিলেন সৌরভ। তাঁকে রাজ্য সরকারের সংস্থা হিডকো যে ভাবে জমি দিয়েছিল সেই পদ্ধতি নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরবর্তী ক্ষেত্রে বিতর্ক আরও বড় আকার নিলে সেই জমি সরকারকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ‘দাদা’। নবান্নে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জমি ফেরতের চিঠি দিয়ে আসেন তিনি। এখন সেই ইস্যুতেই হিডকোকে জরিমানা করা হল। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় ‘গাঙ্গুলি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতিও। স্কুল গড়ার জন্য তৃণমূল সরকারের থেকে তিনি নিউটাউনে জমি নিয়েছিলেন। 

আরও পড়ুন- আইআইটি মাদ্রাজে ভর্তি শুরু

পরে অবশ্য সৌরভ জমি ফিরিয়ে দিতে চাইলে রাজ্য সরকার তা মেনে নেয়। স্কুল গড়ার জন্য রাজ্য সৌরভকে যে দু’একর জমি দিয়েছিল, সেটি সৌরভের থেকে ফিরিয়ে নিতে হিডকোকে নির্দেশ দেওয়া হয়েছিল। এসব যখন চলছে তখন বাংলার বিধানসভা নির্বাচন হয়নি, এদিকে সৌরভ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন বলে জোর জল্পনা সৃষ্টি হয়েছিল। সেই সময় সৌরভ পর পর দু’দিন রাজ্যপাল জগদীপ ঘনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার সল্টলেকেই সৌরভকে ৬৩ কাটা জমি দিয়েছিল। সেটিও স্কুল তৈরির জন্য। কিন্তু তখনও মামলার জেরে সেই জমি সৌরভ ছেড়ে দিতে বাধ্য হন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =