ব্রেকিং: বিজয় মিছিল করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ব্রেকিং: বিজয় মিছিল করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: রাজ্যে নির্বাচনী বিজয় মিছিল করা যাবে না। নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।

 

করোনা সতর্কতায় নির্বাচন কমিশন আগামী রবিবার ভোট গণনার দিন সব ধরনের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর পৌরহিত্যে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিক এবং পর্যবেক্ষকদের সঙ্গে এই সংক্রান্ত বিষয় একটি ভার্চুয়াল বৈঠক করেন। প্রতিটি গণনা কেন্দ্রে সব ধরনের করোনা বিধি মেনে চলা ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিধি লংঘন করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, আগামী রবিবার রাজ্যের ২৯২ টি বিধানসভা কেন্দ্রের জন্যে ১০৮ টি ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তায় ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছাড়াও ২৯২ জন পর্যবেক্ষক নজরদারির দায়িত্বে থাকবেন। সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগনায় ১৪টি গণনা কেন্দ্র রয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্রের একশো মিটারের মধ্যে কঠোর ভাবে জারি থাকবে ১৪৪ ধারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *