কলকাতা: রাজ্যের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুরের আন্দোলন রয়েছে, কিন্তু নন্দীগ্রাম নেই। এই ইস্যুকেও পাঠ্যসূচীতে ঢোকানো হোক। এমনই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু আজ সেই মামলা খারিজ করে দিল আদালত। ২০১৭ সালে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। যা আজ খারিজ হয়ে গেল। আদালতের স্পষ্ট বক্তব্য, পাঠ্যসূচিতে নন্দীগ্রাম থাকবে কি থাকবে না, তা ঠিক করবে রাজ্য। এতে আদালতের কিছু করার নেই।
আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু! সংক্রমণের হার নিয়েও উদ্বেগ দেশে
নন্দীগ্রাম ইস্যুকে ইতিহাসের পাঠ্যসূচীতে ঢোকানো আর্জি জানিয়ে বলা হয়েছিল, সিঙ্গুর আন্দোলন যদি সেখানে থাকতে পারে, তাহলে নন্দীগ্রাম আন্দোলনের কথাও জানান উচিত। তাই তাকেও ইতিহাসের পাঠ্যসূচীতে দেওয়া উচিত। কিন্তু আদালত এই ব্যাপারে জানায়, ইতিহাসের সিলেবাসে কোন বিষয় পড়ানো হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন। সিঙ্গুর আন্দোলন থাকবে কী থাকবে না বা নন্দীগ্রাম আন্দোলন থাকবে কী থাকবে না, তা রাজ্য সরকার বিচার করে দেখবে। তাই জনস্বার্থ মামলাকারী জ্ঞানেন্দ্রনাথ মান্নাকে রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয় নিয়ে আবেদন করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, ২০১৭ সালে অষ্টম শ্রেণির সিলেবাসে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভূক্ত করে রাজ্য সরকার। সেই সময় দাবি ওঠে নন্দীগ্রামের আন্দোলনও অন্তর্ভুক্ত হোক ইতিহাসের পাঠ্যসূচিতে। তখনই এই বিষয় একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে।