কলকাতা: কলকাতার পুরভোট নিয়ে জল্পনা এখনো বহাল থাকল। কারণ আজ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুরসভার নির্বাচন নিয়ে কী ভাবনা রয়েছে তা লিখিত আকারে জমা দিতে হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে। আদালতের নির্দেশ আগামীকালই এই তথ্য জমা দিতে হবে তাদের। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার এবং তার মধ্যেই হলফনামার মাধ্যমে গোটা বিষয় জানাতে হবে আদালতে।
আজ এই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়েছে, যথেষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বাকি পুরসভা নির্বাচন করার ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে। যে তত্ত্ব আদালতে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন ১১২ টি পুরসভার মধ্যে অর্ধেকটাই করে ফেলতে পারে কিন্তু কেন করা হচ্ছে না সেই প্রশ্ন করেছে আদালত। এই প্রেক্ষিতে আদালতকে জানানো হয়েছে, কলকাতা শহরে ১০০ শতাংশ প্রথম ডোজ টিকা এবং ৯০ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে তাই কলকাতাকেই আগে বেছে নেওয়া হয়েছে। মূলত করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছে নির্বাচন কমিশন এবং এও উল্লেখ করেছে যে আগের হলফনামায় এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছিল।
ইতিমধ্যে এসব রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে এবং ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে সকলের। কিন্তু ১৯ ডিসেম্বর সত্যিই পুরসভার ভোট হবে কিনা তা এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। এখন দেখা যাক আগামী সোমবারের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়।