কলকাতা: কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো মামলার এদিন রায় দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। কৃষ্ণনগরের চাষা পাড়া বারওয়ারি জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা হবে কী হবে না, সেই সিদ্ধান্ত রাজ্যের উপরেই বর্তাল কলকাতা হাইকোর্ট। জগদ্ধাত্রী পুজোর ‘সিম্বলিক’ শোভাযাত্রায় তারা কী ভাবে করতে চান এবং শোভাযাত্রায় কতজন মানুষের উপস্থিতি হবে ও কী কী বিষয় থাকবে, সেই বিষয়ে আবেদন জানাতে হবে রাজ্য প্রশাসনকে। শুধুমাত্র এই বারোয়ারির ক্ষেত্রেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। আবেদন গ্রহণের পর করোনা বিধি মেনে প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই শোভাযাত্রায় অনুমোদন দেওয়া যাবে কী যাবে না।
এদিন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় এই মামলা প্রসঙ্গে বলেন, বিভিন্ন উচ্চতার প্রতিমা হয়। প্রায় ১৫০ ফুট উচ্চতার পুজোর নিরঞ্জনের জন্য শোভাযাত্রা বের হয়। চাষা পাড়ার পুজোতেও বড় প্রতিমা হয়। আরও দু’একটি পুজোর প্রতিমা বড় হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের প্রশ্ন এডভোকেট জেনারেলের উদ্দেশ্যে, মামলাকারীরা বলছে, কিছু রীতি ‘সিম্বলিক’ ভাবে মানতে দেওয়া হোক। এই নিয়ে রাজ্যের কী মত? তার উত্তরে এডভোকেট জেনারেল বলেন, গান চালানোটাও রীতি তাদের। সব কিছু মেনে নেওয়া যায় না। তাই এই প্রসঙ্গে কার্যত রাজ্যের কোর্টেই বল ঠেলে দিল আদালত।