চূড়ান্ত ক্ষমতা তাও ব্যবহার নেই! কমিশনের কাজে চূড়ান্ত ক্ষুব্ধ হাইকোর্ট

চূড়ান্ত ক্ষমতা তাও ব্যবহার নেই! কমিশনের কাজে চূড়ান্ত ক্ষুব্ধ হাইকোর্ট

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে রাজ্যে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যাতে সমস্ত বিধি মেনে কাজ সম্পন্ন করা যায়। কিন্তু এবার নির্বাচন কমিশনের কাজের চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বক্তব্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত ক্ষমতা রয়েছে তাও তার কোনো ব্যবহার নেই! নির্বাচন কমিশনকে তিরস্কার করে হাইকোর্ট বলেছে, “এই সময়ে টি এন সেশনের দশ ভাগের এক ভাগ করে দেখাক কমিশন।” করোনাভাইরাস পরিস্থিতিতে প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। 

কলকাতা হাইকোর্ট বলছে, কমিশনের চুড়ান্ত ক্ষমতা তাও তার কোন ব্যবহার নেই। এই সময় টি এন শেষনের দশ ভাগের একভাগ করে দেখাক কেন্দ্রীয় কমিশন। বক্তব্য, ”শুধুমাত্র একটা সার্কুলার জারি করে জনগণের উপর সব ছেড়ে দিয়েছে। আপনাদের সব আছে, পুলিশ থেকে অফিসার তাও কোনো কাজ করছেন না। ক্যুইক রেসপন্স টিম কেন ব্যবহার করছেন না? আপনাদের কাজে অসন্তুষ্ট। সার্কুলার নয় পদক্ষেপ চাইছি কমিশনের কাছে। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই।” তবে শীঘ্রই একাধিক নির্দেশ জারি করতে পারে কলকাতা হাইকোর্ট এমনই খবর মিলেছে। মূলত, দেশ এবং রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি যেভাবে সঙ্গীন হচ্ছিল সেই প্রেক্ষিতে বিধানসভা ভোট সমস্ত নিয়ম বিধি মেনে করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আপাতত সেই নিয়ম বিধি মানা হচ্ছে না বলেই কমিশনের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 4 =