কলকাতা: সারদা মামলা হোক কিংবা কয়লা এবং গরু পাচার কাণ্ডের মামলা। বিভিন্ন ইস্যুতে হাইকোর্টে বারংবার মামলার শুনানি পিছানোর আর্জি জানায় সিবিআই। অর্থাৎ তারিখের পর তারিখ বদলের আর্জি জানায় তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হল কলকাতা হাইকোর্ট। বারংবার তারিখ বদল করার আর্জি প্রসঙ্গে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে আদালত।
জানা গিয়েছে, আজ সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি পিছানোর আবেদন জানিয়েছে সিবিআই। এই আবেদনের জন্য রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট কারণ এর আগে বিনয় মিশ্রের মামলার শুনানিতেও একাধিকবার তারিখ পিছানোর আর্জি জানিয়েছে তারা। শুধু তাই নয়, এই মামলা ছাড়াও অন্যান্য একাধিক মামলাতে সিবিআই একাধিকবার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। সমগ্র বিষয় নিয়ে এবার চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালত যে সিবিআইয়ের আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়েছে। তবে মূলত সারদা কাণ্ডের শুনানি নিয়ে আজ অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট।
ঘটনা হল, আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে সারদা কাণ্ডের দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের শুনানি শুরু হয়। সেখানে তার আইনজীবীদের বক্তব্য ছিল, ২০১৩ সালে তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। এদিকে এই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযুক্তরা অনেক আগে জামিন পেয়ে গেছে। কিন্তু দেবযানী মুখোপাধ্যায়ের ক্ষেত্রে এমনটা হচ্ছে না। এ দিকে এর পাল্টা বক্তব্য দিয়ে সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছে যাতে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই আর্জি শুনেই ক্ষোভ প্রকাশ করেছে আদালত।