মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে গ্রেফতার যুবক! আদালতে ঘুরে গেল খেলা

কলকাতা: মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন ফেসবুক লাইভে কমেন্ট করে হাওড়ার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন৷ যার জেরে গ্রেফতার হতে হয়েছিল হাওড়ার বাসিন্দা…

কলকাতা: মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন ফেসবুক লাইভে কমেন্ট করে হাওড়ার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন৷ যার জেরে গ্রেফতার হতে হয়েছিল হাওড়ার বাসিন্দা এক যুবককে৷ তবে সেই মামলা কোর্টে যেতেই ঘটে গেল অবাক কাণ্ড৷ বলা যেতে পারে এই ঘটনায় মুখ পুড়ল পুলিশের৷

জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম শাহিন ওরফে এরশাদ সুলতান৷ গত ২৪ জুন নবান্নে পুরসভাগুলিকে নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে সেই সভার সম্প্রচার চলাকালীনই কমেন্ট করে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তুলেছিলেন শাহিন৷ তিনি অভিযোগ করেছিলেন, হাওড়ার ২৭ নম্বর ওয়ার্ডের ১২ কাঠা পুকুর বুজিয়ে ফেলেছেন বিধায়ক অরূপ রায়৷ এর পরই গত ৩০ জুন ওই শাহিনকে গ্রেফতার করে পুলিশ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট৷ আজই বিকেল পাঁচটার মধ্যে ওই যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা৷ পাশাপাশি, গত ৩০ জুন শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেন বিচারপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *