কলকাতা: ভোট পরবর্তী অশান্তির জেরে ঘর ছাড়া মানুষদের ফেরাতে এবার নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টের তরফে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটেতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের এক জন, রাজ্য মানবাধিকার কমিশনের একজন এবং স্টেট লিগাল সার্ভিস কমিটির এক জন প্রতিনিধি৷ শুধুমাত্র এন্টালি বিধানসভা কেন্দ্রের জন্য এই কমিটি গঠন করা হয়েছে৷
আরও পড়ুন- খাস কলকাতায় অভিনব কায়দায় ATM লুঠ! ৯ দিনে গায়ের ৪০ লক্ষ টাকা
স্থানীয় থানার সঙ্গে সমন্বয় সাধন করেই ঘর ছাড়াদের ফেরানো হবে বলে উল্লেখ করা হয়েছে৷ পরিচয়পত্র দেখার পরেই ঘরে ফেরানো হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের৷ পাশাপাশি আগামীকাল সকালের মধ্যে স্টেট লিগাল সার্ভিস কমিটির নিজস্ব ইমেল আইডিতে মেল করে ঘর ছাড়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাতে হবে৷ এর পরেই কমিটি গোটা বিষয়টা খতিয়ে দেখে পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে তাঁদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করবে৷ এছাড়াও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার ভুক্ত বিষয়৷ ঘরছাড়া মানুষরা ফেরার পর যেন নতুন করে অশান্তি না হয়৷ এই বিষয়টা পুলিশ-প্রশাসনকে নিশ্চিত করতে হবে৷ পাশাপাশি আদালত জানায়, চলাফেরা করা ও ঘরে ফেরার অধিকার মানুষের রয়েছে৷ এ বিষয়ে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ দল বিচার না করে যাঁরা ঘরে ফিরতে চান, তাঁদের প্রত্যেককে ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে হবে তিন সদস্যের কমিটি ও পুলিশকে৷
প্রসঙ্গত, ২ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা শুরু হয়৷ এর আগে, রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো জানিয়েছিল, বাংলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি চলছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে৷