বিশ্বভারতীকাণ্ডে হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের, ৪ সদস্যের কমিটি গঠন

বিশ্বভারতীকাণ্ডে হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের, ৪ সদস্যের কমিটি গঠন

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে বেপরোয়া তাণ্ডব দেখেছে গোটা বাংলা৷ বুলডোজার আনিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলেছিল তাণ্ডব৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা রাজনীতির ময়দান৷ গড়িয়েছিল আদালতে মামলা৷ এবার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ করতে একপ্রকার বাধ্য হল কলকাতা হাইকোর্ট৷

বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটাতে সরাসরি হস্তক্ষেপ করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ সমাধান সূত্র খুঁজে বার করার জন্য কমিটি গঠন করেছে আদালত৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাণ্ডবের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট৷ সমস্যা সমাধানে গঠন করা ৪ সদস্যের  উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি৷ যার নেতৃত্বে থাকছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অরিজিত বন্দোপাধ্যায়৷ এই বিশেষজ্ঞ কমিটি গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে৷ এরপর গোটা মামলা প্রক্রিয়া শুরু হবে৷

বিশ্বভারতীকাণ্ডে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা বিশ্বভারতী মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার রাজনীতির ময়দানে ছড়িয়েছে বিতর্ক৷ তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিশাল মিছিল, মিছিলের পর বেপরোয়া তাণ্ডব, মামলা-মোকদ্দমা, বিতর্ক, রাজনীতি কিছুই বাদ যায়নি৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন৷  এবার সমস্ত দিক বিচার বিবেচনা করে কলকাতা হাইকোর্টের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *