কলকাতা: ‘মানুষের নিজস্ব সচেতনতা থাকা উচিত। সবকিছু আদালত নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না।’ করোনা আবহে দুর্গা পূজা নিয়ে তাৎপর্যপূণ মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য করোনা আবহে এ বছরও প্রতিটি পুজো মণ্ডপে থাকবে ‘নো এন্ট্রি’৷ অর্থাৎ মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা৷ রাজ্যের আবেদন মেনেই বৃহস্পতিবার পুজো নিয়ে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷
আরও পড়ুন- ‘মমতার জয় নিশ্চিত’, বললেন অধীর, ‘বাংলায় জিততে হলে আগে বাঙালি হতে হয়’, দাবি জয়ের
গত বছর ১৯ ও ২১ অক্টোবর আদালত যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই বহাল থাকবে৷ রাজ্যের তরফেও এর আগে জানানো হয়েছিল, নির্দেশ বহাল থাকলে কোনও আপত্তি নেই৷ রাজ্য হাইকোর্টের নির্দেশ মেনে চলবে৷ শুক্রবার জানিয়ে দিলেন অ্যাডভোকেট জেনারেল।
বলা হয়েছে, ছোট হোক বা বড়, যে কোনও পুজোর ক্ষেত্রেই মণ্ডপে ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রেখেই প্রতিমা দর্শন করতে হবে। শুধুমাত্র পুজো কর্তারাই মণ্ডপে প্রবেশ করতে পারবে৷ বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপের ভেতরে পুজোর কাজ করতে পারবেন ২৫ জন৷ ছোট পুজোর ক্ষেত্রে ১২ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের নামের তালিকা মন্ডপের বাইরে টানিয়ে রাখতে হবে।
এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে জুড়ে জারি থাকবে কোভিড বিধি৷ তবে আগামী ১০ থেকে ২০ অক্টোবর রাতের বিধি নিষেধ শিথিল করা হচ্ছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষ যাতে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরতে পারেন, তাই এই ছাড়৷ মহাপঞ্চমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত রাত্রিকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে না রাজ্যে৷