করোনা কোপে ফের বন্ধ হাইকোর্ট, আক্রান্ত ডেপুটি রেজিস্ট্রার

করোনা কোপে ফের বন্ধ হাইকোর্ট, আক্রান্ত ডেপুটি রেজিস্ট্রার

কলকাতা: করোনা সতর্কতা হিসাবে আগেই বন্ধ হয়ে গেছিলো কলকাতা হাইকোর্ট৷ অনলাইনে চলছিল মামলার শুনানি৷ আনলক পর্বে আদালত খুললেও ফের নতুন করে বন্ধ কলকাতা হাইকোর্ট৷

আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট বন্ধ রাখা হবে৷ ১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল কলকাতা হাইকোর্টে দরজা৷ কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকার কারণে  আজ ১৩ জুলাইয়ের পরিবর্তে আগামী রবিবার পর্যন্ত হাইকোর্ট বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ আগামী ১৯ জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷

অন্যদিকে, করোনায় সংক্রমিত হয়েছেন হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার৷ করোনার জেরে জনজীবন স্তব্ধ হয়ে আছে৷ তবে হাইকোর্ট নিজের কাজ করে গিয়েছে লকডাউন পর্বেও৷ সমস্ত গুরুত্বপূর্ণ মামলার ভার্চুয়াল শুনানি হয়েছে৷ মামলার মেনশনিংয়ের দায়িত্বে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার৷ তিনি প্রায় প্রতিদিন হাইকোর্টে এসেছেন বলে জানা গিয়েছে৷

সোমবার তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে খবর৷ তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল৷ তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, তা চিহ্নিক করণের কাজ চলছে৷ সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্ট বন্ধ ছিল৷ তখন স্যানেটাইজারের কাজ করা হয়েছিল৷ ফের একবার কলকাতা হাইকোর্ট স্যানেটাইজড করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

এর আগে কলকাতা ও আলিপুর আদালতের গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছেন৷ তবে এই প্রথম কোর্টের কাজের সঙ্গে সরাসরিভাবে যুক্ত কেউ আক্রান্ত হলেন৷ এই আক্রান্তের খবরের জেরে আদালত বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =