ফের বন্ধ হাইকোর্ট, করোনা আক্রান্ত বালুরঘাট আদালতের ৩৪ কর্মী

ফের বন্ধ হাইকোর্ট, করোনা আক্রান্ত বালুরঘাট আদালতের ৩৪ কর্মী

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ বাংলায় বাড়তে থাকা পরিস্থিতির মধ্যে সংক্রমণের আশঙ্কায় ফের বন্ধ হচ্ছে কলকাতা হাইকোর্ট৷ আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট৷ অন্যদিকে, এক ধাক্কায় ৩৪ জন আদালত কর্মী করোনা সংক্রমিত হওয়ায় আরও এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বালুর্ঘট আদালত৷ রাজ্যে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, করোনা পরিস্থিতি বিবেচনা করে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে ২০,২১,২২, ও ২৪ জুলাই কলকাতা হাইকোর্ট বন্ধ রাখা হবে৷ গত ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আগামী সপ্তাহে আরও ৪ দিন কলকাতা হাইকোর্টের বন্ধ থাকার সময়সীমা বাড়ানো হয়েছে৷ সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট৷

অন্যদিকে করোনা আক্রান্ত বালুরঘাটের আদালতের ৩৪ জন কর্মী৷ ৬৪ জন কর্মীর পরীক্ষা করা হয়৷ তার মধ্যে ৩৪ জনের শরীরে ভাইরাস মিলেছে৷ ১৩ জুলাই এই আদালত কর্মীদের পরীক্ষা করা হয়৷ বালুরঘাট আদালত সূত্রে খবর, গত ৩ জুন থেকে জুলাই মাসের ৯ তারিখ পর্যন্ত বালুরঘাট আদালত বন্ধ ছিল৷ জুলাই মাসের ১৩ ও ১৪ তারিখ ৬৪ জন আদালত কর্মীকে লাল রসের নমুনা সংগ্রহ করা হয়৷ সেই রিপোর্ট পাঠানো হয় মালদহে৷ আজ সকালে রিপোর্ট এসেছে৷ তাতে দেখা গিয়েছে ৩৪ জন আক্রান্ত হয়েছেন৷ আদালতে ৩৪ জন কর্মী আক্রান্ত হওয়ায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাট আদালত চত্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *