কলকাতা: দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে নির্বাচন কমিশনকে বাংলার ভোটের প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। করোনা বিধি মেনে পঞ্চম দফায় নির্বাচন করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ভোটে করোনা বিধি মানা হচ্ছে কিনা, সেই ব্যাপারে জানতে চেয়েই রিপোর্ট তলব করা হয়েছে।
কলকাতা হাইকোর্ট জানিয়েছে, শুধু পুলিশ নয়, করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষের দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলিকেও। সেই প্রেক্ষিতে করোনাভাইরাস নিয়ম বিধি মেনে ভোটের দায়িত্ব গ্রহণ করতে হবে নির্দিষ্ট দলের প্রার্থীদেরও। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সর্বদল বৈঠক করবে তাতে যেন এমন বার্তা দেওয়া হয়। এবার সেই নিয়ম বিধি ঠিক মতো মানা হচ্ছে কিনা পঞ্চম দফার নির্বাচনের আগে, সেই প্রেক্ষিতেই রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এদিকে, কীভাবে পঞ্চম দফায় নির্বাচন করল কমিশন, আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চের৷
সংক্রমণ কিছুতেই আটকানো যাচ্ছে না রাজ্যের। গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫,৮৯২ জন, আর আজ তা বেড়ে হল ৬,৭৬৯ জন! কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬,৭৬৯ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। অন্যদিকে, আগামীকাল রাজ্যে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে ছয় জেলার যে ৪৫টি আসনে ভোট নেওয়া হবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ন রাখতে মোট ১৫ হাজার ৭৮৩টি বুথের দায়িত্বে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ১৫ হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে৷ এছাড়াও সেক্টর অফিস, কিউআরটির মতো অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷