কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় নকুন করে রিপোর্ট দিতে হবে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-এর কাছে নতুন করে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী ১৬ ডিসেম্বররে মধ্যে ই রিপোর্ট জমা দিতে হবে৷ পরবর্তী শুনানি হবে ২৩ ডিসেম্বর৷
আরও পড়ুন- ‘সিভিক ভলেন্টিয়ার্স’দের দায়িত্ব ঠিক কী? বলছে পুলিশের তথ্য!
এই মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছিল সিট৷ এদিন আদালতের বক্তব্য, এই রিপোর্ট এক মাস পুরনো। বর্তমান তদন্ত প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে তা জানিয়ে নতুন রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়েছে, তদন্তভার হাতে পাওয়ার পর এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করা হয়েছে৷
এদিন আদালনে ভোট পরবর্তী হিংসায় নিহতদের ক্ষতিপূরণের প্রসঙ্গ তোলেন জনস্বার্থ মামলাকারী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এ প্রসঙ্গে বিচারপতি ইন্দ্র প্রসন্নন মুখোপাধ্যায় বলেন, ‘‘আগে তদন্ত শেষ হতে দিন। তার পর ক্ষতিপূরণের বিষয় নিয়ে চিন্তাভাবনা করা যাবে।’’
প্রিয়ঙ্কা আরও জানান, এখনও শ্যামনগরের কিছু বাসিন্দা ঘরছাড়া। এমনকি ভয়ে তাঁরা কাজেও যোগ দিতে পারছেন না৷ এর পরই প্রধান বিচারপতির নির্দেশ দেন, ‘‘যাঁরা ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া, তাঁদের তালিকা তৈরি করে রাজ্যের হাতে তুলে দিতে হবে৷’