আর্থিক স্বচ্ছতায় সেরার সেরা বাংলা, ঢালাও প্রশংসা ক্যাগের

আর্থিক স্বচ্ছতায় সেরার সেরা বাংলা, ঢালাও প্রশংসা ক্যাগের

কলকাতা: আর্থিক স্বচ্ছতায় দেশের সেরা বাংলা,  সিলমোহর কেন্দ্রের৷ বাংলা সরকারকে স্বীকৃতি দিয়েছে খোদ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়ার বা ক্যাগ৷ নিখুঁতভাবে আর্থিক হিসেব দাখিলের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করেছে ক্যাগ৷ রাজ্যের ভূমিকায় প্রশংসা করে ক্যাগের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল রাহুল কুমার রাজ্যের অর্থসচিবকে চিঠি দিয়েছেন৷

চিঠিতে সাফ উল্লেখ করা হয়েছে, গত অর্থবর্ষের ১০০% জমা এবং ৯৯.৬২% খরচের হিসেব ইতিমধ্যেই পেশ করেছে নবান্ন৷ যা নিয়ে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ সিএজি৷ ওই চিঠিতে রাহুল কুমার অর্থসচিবের কাছে ২০২০-২০২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক হিসেব পেশের আর্জি জানিয়েছেন৷ ২০১৯-২০২০ অর্থ বছরে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে কত পরিমাণ  ঋণ ও রাজ্য সরকারের বিনিয়োগের সবিস্তার বিবরণ চেয়ে পাঠানো হয়েছে৷ কিছু কিছু তথ্য চেয়ে পাঠানো হলেও ক্যাগের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল জানিয়েছেন, হিসেব পেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ধারাবাহিক সমন্বয় প্রশংসনীয়৷ তবে, রাজ্য সরকারের প্রদেয় ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত বিবরণী চেয়ে পাঠানো হয়েছে৷ সরকারি আয় ও ব্যয়ে স্বচ্ছতা আনতে রাজ্য ইতিমধ্যেই ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেনট সিস্টেম বা আইএমএফএস চালু হয়েছে৷ সেই অনলাইন ব্যবস্থা খুলে দেওয়া হচ্ছে ক্যাগের জন্য৷ যার ফলে ক্যাগ এই হিসেব ঠিকঠাক কষতে পারে৷ তাতে নিরীক্ষক সংস্থা চাইলে সেই দফতরে হিসেব অনলাইনে দেখে নিতে পারবে৷ অর্থ দফতরের যাবতীয় জমা-খরচ সহজে দেখতে পাবে ক্যাগ৷

রাজ্যের আর্থিক স্বচ্ছতা নিয়ে বিরোধীরা কয়েক মাস ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে আসছে৷ করোনা চিকিৎসা সামগ্রী কেনা নিয়ে সরাসরি দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন খোদ রাজ্যপাল৷ আমফানের ত্রাণের টাকা নিয়েও চলেছে বেপরোয়া দুর্নীতি৷ অধিকাংশ ক্ষতিপূরণের টাকা গিয়েছে তৃণমূল নেতাদের হাতে৷ এই নিয়ে রাজ্যপাল থেকে বিরোধী শিবির, কম অভিযোগ তোলেনি৷ বিরোধীদের এই অভিযোগের মাঝে ক্যাগের এই চিঠিতে বড় জয় বলে মনে করছে শাসক শিবির৷ ক্যাগের এই স্বীকৃতি রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগকে খণ্ডন করল৷ রাজ্য সরকারের আর্থিক স্বচ্ছতা যে সংশয়ের অবকাশ রাখে না, তা এই চিঠিতে উঠে এসেছে বলেই মত শাসক শিবিরের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =