কলকাতা: বাংলার সরকারি হাসপাতালে সিজার করে প্রসবের সংখ্যা বাড়ছে হু হু করে৷ উদ্বেগজনক তথ্য কবুল রাজ্যের!
সরকারি নির্দেশনামা জারি করে জানানো হয়েছে, বাংলায় সরকারি হাসপাতালে প্রতি ৩টির মধ্যে ২টি ঘটছে সিজারিয়ান পদ্ধতিতে প্রসব! সিজারের গড় স্বাভাবিকের তুলনায় বেশি! ১০০টি মধ্যে ৬৭টি হচ্ছে সিজার পদ্ধতিতে প্রসব৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র বেঁধে দেওয়া ১৫ শতাংশের সূচকের প্রায় ৭ গুণ!
সরকারি নির্দেশনামায় স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি সিজারি প্রসবের অডিট করতে হবে৷ কেন সিজার করতে হচ্ছে, তাও জানতে বলা হয়েছে৷ সূত্রের খবর, প্রাথমিক ভাবে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে সেই অডিট করানো কথা জানানো হয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে সেই অডিট করাতে হবে বলেও জানানো হয়েছে ২০ ডিসেম্বরের নির্দেশে৷ হাসপাতালে সিজারিয়ানের হার কমানোর চেষ্টা শুরু হয়েছে বলেও খবর৷