ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নবান্নে মন্ত্রিসভার জরুরি বৈঠক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নবান্নে মন্ত্রিসভার জরুরি বৈঠক

 

কলকাতা: ঘূর্ণিঝড় যশ এবং করোনা মোকাবিলায় কী ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে৷  ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করতে হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল৷

নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই বৈঠকে শহরের কয়েকজন মন্ত্রী সরাসরি উপস্থিত থাকলেও উপকূলবর্তী জেলার মন্ত্রীরা ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে করোনা মোকাবিলায় চালু থাকা বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হবে কি না তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারকে নিজদের মধ্যে সমন্বয় ও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে রাজ্যপাল জগদীপ ধনকড় মন্তব্য করেছেন৷ আজ সকালে একাধিক টুইটে তিনি লেখেন, এই পরিস্থিতিতে যাবতীয় সংঘাত ভুলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে হাতে-হাত মিলিয়ে কাজ করতে হবে৷ বিপর্যয়ে যে কোনও মানবিক সহায়তা ও ত্রাণের জন্যে নৌবাহিনীর জাহাজ প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *