‘কৃষক বন্ধু’ প্রকল্পে অনুদানে অর্থ এবার দ্বিগুণ, অনুমোদন মন্ত্রিসভায়

‘কৃষক বন্ধু’ প্রকল্পে অনুদানে অর্থ এবার দ্বিগুণ, অনুমোদন মন্ত্রিসভায়

কলকাতা:  বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হবে৷ কথা মতোই কাজ৷ এই প্রকল্পে অনুমোদন দিল মন্ত্রিসভা৷ কৃষক বন্ধু প্রকল্পে এতদিন এক একরের বেশি জমি থাকা কৃষকদের ৫ হাজার টাকা অনুদান দেওয়া হত৷ এবার থেকে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। পাশাপাশি যেসব কৃষকদের জমির পরিমাণ এক একরের কম তাদের ক্ষেত্রে ২ হাজার টাকা বাড়িয়ে করা হল ৪ হাজার টাকা। 

আরও পড়ুন- ‘বিবাহিত’ নুসরত! তৃণমূলকে প্যাঁচে ফেলতে নয়া হাতিয়ার বিজেপির!

করোনা আবহে গত এক বছরের মধ্যে এই প্রথম নবান্নের ১৩ তলার কনফারেন্স রুমে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ ১৫ জন সদস্য। এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ মুখ্যসচিব পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন এইচকে দ্বিবেদী। এদিন কৃষক প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে অনুমোদন দেওয়ার পাশাপাশি বানতলা লেদার কমপ্লেক্সে ছ’টি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্তেও অনুমোদন দেওয়া হয়েছে৷ রাজ্যে ৬০০-র বেশি পদে লোক নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই সঙ্গে শুক্রবার যে বান আসছে, তা নিয়েও সতর্ক মুখ্যমন্ত্রী৷ ১১ তারিখের ভরা কোটালের কথা মাথায় রেখে জেলার মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =