আরও একবার মন্ত্রিসভার বৈঠক, আলোচনা হতে পারে ১ সেপ্টেম্বর নিয়ে

আরও একবার মন্ত্রিসভার বৈঠক, আলোচনা হতে পারে ১ সেপ্টেম্বর নিয়ে

কলকাতা: রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, কয়েকটি প্রস্তাব গ্রহণের লক্ষ্যে এই বৈঠক করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বুধবার নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রে মারফৎ জানা গিয়েছে।

আরও পড়ুন- ভার্চুয়াল হাজিরা দিতে পারবেন পার্থ-অর্পিতা? যা জানা গেল

আসন্ন উৎসবের মরসুমের আগে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৭ তারিখ মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে সব দফতরের মন্ত্রী, সচিব ছাড়াও জেলা ও রাজ্যস্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি পর্যলোচনা বৈঠকে বসবেন বলেও সরকারি সূত্রে জানা গিয়েছে। এছাড়া আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার অর্থাৎ ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তাবিত বর্ণাঢ্য মিছিল নিয়েও আলোচনা হবে বলে অনুমান করা হচ্ছে।

আসলে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো৷ সেই স্বীকৃতি উদযাপন করতেই আগামী ১ সেপ্টেম্বর কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে৷ রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে আনতে হবে কলকাতায়, এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর। স্কুল বন্ধ করে, পরীক্ষা না দিয়ে কলকাতায় আসবে তারা এবং মিছিলে অংশ নেবে৷ ওই দিন বেলা ১টার মধ্যে স্কুল কলেজ ও অফিস ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই দিন বেলা ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে৷ মিছিল যাবে রানিরাসমণি অ্যাভেনিউ পর্যন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =