আকাশচুম্বী বাড়ি গড়তে রাজ্য মন্ত্রিসভায় বড় ছাড় ঘোষণা

কলকাতা: ঠিকা টেনেন্সির জমিতে বহুতল বানানোর ছাড়পত্র দিচ্ছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়া শহরে পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী তৈরি করা যাবে ওই বহুতল। এছাড়াও ঠিকা টেনেন্ট নিজে অথবা ভাড়াটিয়ার সঙ্গে যৌথভাবে পুর আইন অনুযায়ী করতে পারবেন বাড়ি সংস্কারের কাজ। তবে বহুতল নির্মাণ হোক বা বাড়ির সংস্কার, সেখানে ভাড়াটিয়ার অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছে

আকাশচুম্বী বাড়ি গড়তে রাজ্য মন্ত্রিসভায় বড় ছাড় ঘোষণা

কলকাতা: ঠিকা টেনেন্সির জমিতে বহুতল বানানোর ছাড়পত্র দিচ্ছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়া শহরে পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী তৈরি করা যাবে ওই বহুতল। এছাড়াও ঠিকা টেনেন্ট নিজে অথবা ভাড়াটিয়ার সঙ্গে যৌথভাবে পুর আইন অনুযায়ী করতে পারবেন বাড়ি সংস্কারের কাজ। তবে বহুতল নির্মাণ হোক বা বাড়ির সংস্কার, সেখানে ভাড়াটিয়ার অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এহেন ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কলকাতা ও হাওড়া মিলিয়ে আড়াই হাজার একরের বেশি জমিতে বসবাসকারী ঠিকা টেনেন্ট এবং ভাড়াটিয়া মিলিয়ে প্রায় ৬০ লক্ষ মানুষ উপকৃত হবেন। লোকসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে মমতার ‘মাস্টারস্ট্রোক’ বলেই চিহ্নিত করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, এর আগে ঠিকা টেনেন্টদের সর্বোচ্চ ৯.৫ মিটার উচ্চতার পাকা বাড়ি করার অনুমতি ছিল। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নিয়ে এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতায় ২০০০ একর জমি এবং হাওড়ায় ৫১৭ একর জমি ছাড়াও আসানসোলে ঠিকা টেনেন্সির আওতায় কিছু জমি রয়েছে। সেই সব জায়গায় বাড়ি সংস্কার বা বহুতল বানানোর এই সুবিধা ঠিকা টেনেন্ট এবং সেখানকার ভাড়াটিয়া নিজেরাই কার্যকর করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =