পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের হুঁশিয়ারি ক্যাব চালকদের

আজ বিকেল: আট ঘণ্টার কাজ ও সপ্তাহে এক দিনের ছুটি-সহ পুলিশি হেনস্তার বিরুদ্ধে এবার পথে নামলেন শ্রমিক সংগঠন সিটুর ‘ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেশন অ্যান্ড ড্রাইভার ইউনিয়নে’র কয়েকশো শ্রমিক৷ সোমবার সল্টেলেকে উবরের কলকাতা রিজনাল অফিসে ডেপুটেশন জমা দিয়ে একগুচ্ছ দাবি পেশ করেন চালকরা৷ আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনেও হুঁশিয়ারি দিয়ে রাখা

পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের হুঁশিয়ারি ক্যাব চালকদের

আজ বিকেল: আট ঘণ্টার কাজ ও সপ্তাহে এক দিনের ছুটি-সহ পুলিশি হেনস্তার বিরুদ্ধে এবার পথে নামলেন শ্রমিক সংগঠন সিটুর ‘ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেশন অ্যান্ড ড্রাইভার ইউনিয়নে’র কয়েকশো শ্রমিক৷

সোমবার সল্টেলেকে উবরের কলকাতা রিজনাল অফিসে ডেপুটেশন জমা দিয়ে একগুচ্ছ দাবি পেশ করেন চালকরা৷ আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনেও হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে৷ এদিন শ্রমিক সংগঠনের তরফে বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হয়েছে৷ জানানো হয়েছে, অন্য ক্যাব কোম্পানিগুলির সর্বাধিক ২কিলোমিটের মধ্যে যাত্রী ব্যবস্থা করতে হবে৷ হঠাৎ করে আগাম নোটিস ছাড়া আইডি ব্লক করা যাবে না৷ কমিনশের বিষয়ে সুর্দিষ্ট আলোচনা করতে হবে৷ যাত্রীদের অভিযোগ ভেরিফিকেশ না করে কোনও রমক ব্যবস্থা নেওয়া যাবে না৷ পেমেন্টের লিখিত বর্ণনা-সহ সপ্তাহের টাকা সপ্তাহে দিতে হবে৷ সার্ভিসের সময় দুর্ঘটনা ঘটলে কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে৷ আর তা না হলে পরিষেবা বন্ধ রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =