৫২ শতাংশ চাইছেন মুখ্যমন্ত্রী হন মমতা, ‘পারফরমেন্সে’ পিছিয়ে মোদী: সমীক্ষা

৫২ শতাংশ চাইছেন মুখ্যমন্ত্রী হন মমতা, ‘পারফরমেন্সে’ পিছিয়ে মোদী: সমীক্ষা

কলকাতা: আর হাতে মাত্র কয়েকদিন, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু। এখন থেকেই তর্ক শুরু হয়ে গিয়েছে যে আগামী দিনে বাংলা প্রত্যাবর্তন দেখবে, না পরিবর্তন। সেই প্রেক্ষিতে একাধিক জনমত সমীক্ষা উঠে আসছে বিভিন্ন তথ্য নিয়ে। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮। সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে অনেক কিছুর। 

এই মুহূর্তে বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন বেকারত্ব, ২০ শতাংশ মানুষ জানিয়েছেন বিদ্যুৎ, জল এবং রাস্তাঘাট এবং ১৫ শতাংশ মানুষের অভিমত, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু করোনাভাইরাস পরিস্থিতি। অন্যদিকে, ৪ শতাংশ মানুষের মতে নারী নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, ২ শতাংশ মনে করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এই রাজ্যের। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্স কেমন সেই প্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে ৫৪ শতাংশ মানুষ মনে করছেন ভালো পারফর্ম করেছেন মমতা। ২০ শতাংশ মানুষ মনে করছেন মোটামুটি ভালই। আর ২৬ শতাংশ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্স খুবই খারাপ। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরম্যান্স কেমন সেই প্রশ্নের উত্তরে ৪৬ শতাংশ মানুষ জানিয়েছেন ভালো, ১৬ শতাংশ মানুষ জানিয়েছেন মোটামুটি, ৩৮ শতাংশ মানুষ জানিয়েছেন খারাপ। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ এই প্রশ্নের উত্তরে অধিকাংশ অর্থাৎ ৫২ শতাংশের অভিমত মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় অনেকটা পিছিয়ে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ২৭ শতাংশ মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। ৭ শতাংশের পছন্দ মুকুল রায়। 

৪২ শতাংশ মানুষ মনে করছে আসন্ন বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বাংলায়। ৩৯ শতাংশ মনে করছে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে এবং ১২ শতাংশের ধারণা বাংলায় ক্ষমতায় আসবে সংযুক্ত মোর্চা। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫০-১৬৬ টি আসন, বিজেপি পেতে পারে ৯৮-১১৪ টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ২৩-৩১ টি আসন। উল্লেখ্য, সি ভোটারের দ্বিতীয় দফার সমীক্ষায় উঠে এসেছিল তৃণমূল পেতে পারে ১৪৮ থেকে ১৬৪ আসন। বিজেপি পেতে পারে ৯২-১০৮ আসন। এবার তৃতীয় দফার সমীক্ষায় দেখা যাচ্ছে, ৫৪ শতাংশ মানুষ মনে করেন, ভোটের বাংলায় বাড়বে রাজনৈতিক হিংসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 13 =