কলকাতা: দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি হল৷ কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের কাজে কতটা খুশি দেশের মানুষ? দেশের নাগরিকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারল দ্বিতীয় মোদী সরকার? নেতা মন্ত্রীদের কাজেও বা কতটা খুশি তাঁরা? সেই কথাই উঠে এল সি ভোটারের সমীক্ষায়৷
আরও পড়ুন- বস্তিবাসী অসুস্থ বৃদ্ধার পাশে দেব, চিকিৎসার খরচ জোগালেন ঘাটালের সাংসদ
গোটা দেশে সমীক্ষা চালিয়ে মানুষের মনের কথা জানার টেষ্টা করেছে সি ভোটার৷ এই সমীক্ষার প্রথম প্রশ্ন ছিল, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাজে কতটা সন্তুষ্ট মানুষ? এর জবাবে ৩১ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা মোদী সরকারের কাছে খুব সন্তুষ্ট৷ মোটামুটি সন্তুষ্ট ২৮ শতাংশ মানুষ৷ তবে ৩৭ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা মোদী সরকারের কাজে চূড়ান্ত অসন্তুষ্ট৷ বলতে পারব না বলে জানিয়েছেন ৪ শতাংশ মানুষ৷
কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ নিয়ে কী বলছে পশ্চিমবঙ্গের মানুষ? সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলার ১৯ শতাংশ মানুষ মোদী সরকারের কাজে খুব সন্তুষ্ট৷ মোটামুটি সন্তুষ্ট ৩৮ শতাংশ মানুষ৷ ৩৩ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাজে চূড়ান্ত অসন্তুষ্ট৷ আর বলতে পারব না বলেছেন ১০ শতাংশ মানুষ৷
সমীক্ষায় দ্বিতীয় প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে কতটা সন্তুষ্ট মানুষ? সারা দেশে সমীক্ষা চালিয়ে সি ভোটার জানাচ্ছে, ৩৭ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে খুব সন্তুষ্ট৷ মোটামুটি সন্তুষ্ট ২৫ শতাংশ মানুষ৷ তবে মোদীর কাজে চূড়ান্ত অসন্তুষ্ট ৩৬ শতাংশ মানুষ৷ অন্যদিকে বলতে পারব না জানিয়েছেন ২ শতাংশ৷
নরেন্দ্র মোদীর কাজ নিয়ে বাংলার মানুষ কী ভাবছে? সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাজে খুব সন্তুষ্ট এ রাজ্যের ২২ শতাংশ মানুষ৷ ৩৯ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা মোটামুটি সন্তুষ্ট৷ প্রধানমন্ত্রীর কাজে চূড়ান্ত অসন্তুষ্ট বলে জানিয়েছেন ৩৫ শতাংশ মানুষ৷ ৪ শতাংশ মানুষ কোনও জবাব দেননি৷
২ মে এ রাজ্যে তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়ে এসেছে তৃণমূল সরকার৷ তাদের সম্পর্কে কী ভাবছে বাংলার মানুষ? সেই সমীক্ষাও চালিয়েছে সি ভোটার৷ প্রশ্ন ছিল, তৃণমূল সরকারের কাজে মানুষ কতটা সন্তুষ্ট? জবাবে ৩৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা রাজ্য সরকারের কাজে খুব সন্তুষ্ট৷ মোটামুটি সন্তুষ্ট ৪০ শতাংশ৷ চূড়ান্ত অসন্তুষ্ট বলেছে ১৭ শতাংশ৷ আর বলতে পারব না বলেছে ৪ শতাংশ৷
মুখ্যমন্ত্রীর কাজে মানুষ কতটা সন্তুষ্ট? এর জবাবে ৪৫ শতাংশ জানিয়েছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুব সন্তুষ্ট৷ ৩৮ শতাংশ মানুষ মোটামুটি সন্তুষ্ট৷ চূড়ান্ত সন্তুষ্ট ১৬ শতাংশ৷ আর ১ শতাংশ মানুষ বলেছে বলতে পারব না৷
কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সবচেয়ে জনপ্রিয় কে? ৪২ শতাংশ মানুষ বলেছেন নরেন্দ্র মোদী, ১২ শতাংশ মানুষ বলেছেন রাহুল গান্ধী, ৭ শতাংশ মানুষ বলেছেন মনমোহন সিং, ২৯ শতাংশ মানুষ বলেছে অন্য কেউ৷ আর ১০ শতাংষ মানুষ বলেছে, বলতে পারব না৷ আবার বাংলার ৩৬ শতাংশ মানুষ বলেছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে জনপ্রিয় মোদী৷ ৩১ শতাংশ মানুষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷