আদর্শ নির্বাচন বিধি প্রত্যাহার! অনির্দিষ্টকাল স্থগিত বাংলার ২ কেন্দ্রের নির্বাচন!

আদর্শ নির্বাচন বিধি প্রত্যাহার! অনির্দিষ্টকাল স্থগিত বাংলার ২ কেন্দ্রের নির্বাচন!

কলকাতা: বর্তমান কোভিড পরিস্থিতির জন্যে নির্বাচন কমিশন মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কিছু বিধিনিষেধ জারি করায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে৷

নতুন দিনক্ষণ ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত দুটি বিধানসভা এলাকায় জারি থাকা আদর্শ আচরনবিধি তুলে নেওয়া হচ্ছে বলেও কমিশন জানিয়েছে৷ উল্লেখ্য প্রার্থীর মৃত্যুতে এই দুই কেন্দ্রে নির্বাচন পিছিয়ে প্রথমে ১৩ ও পরে ১৬ মে করার কথা ঘোষনা করা হয়েছিল৷

ঈদ উল ফিতরের দিন ভোট করোনা কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক৷ তার জেরে পিছিয়ে দেওয়া হয় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট৷ ১৩ মে’র পরিবর্তে এই দুই কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল ১৬ মে৷ গণনা হওয়ার কথা ছিল  ১৯ মে। তবে ২১ শে মে’র মধ্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত৷
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =