মমতার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা! জল্পনায় ইতি

মমতার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা! জল্পনায় ইতি

কলকাতা: উপনির্বাচন নিয়ে জল্পনা অনেকদিন ধরে চলছে। তৃণমূল অনেক আগে থেকেই রাজ্য উপনির্বাচন চাইছে আর তার বিরোধিতা করছে বিজেপি। তবে জল্পনার অবসান ঘটে গেল। ঘোষণা হল রাজ্যের উপনির্বাচনের। ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ। ভোটগ্রহণের আগেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। সেখানে হবে এমনি নির্বাচন। আর ভবানীপুর কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করেছিলেন। ওই কেন্দ্রে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে হেরেছিলেন বিধানসভা ভোটে।  

আরও পড়ুন- আফগান সীমান্তে জঙ্গি হামলা, ক্রমাগত বিস্ফোরণ! নিহত পাক-সেনা

ভবানীপুর ছাড়া বাকি কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। যদিও অন্য কেন্দ্রের নির্বাচন নিয়ে এতটা উৎসুক নন সাধারণ মানুষ যতটা না ভবানীপুর নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন তাই নিয়ম অনুযায়ী তাঁকে আগামী ৬ মাসের মধ্যে কোন একটি কেন্দ্র থেকে জিতে আসতে হত না হলে সাংবিধানিক সংকট হতে পারত। সেই কারণেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের নিয়ে বেশি উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন দাবি করেও একাধিকবার দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। এবার সেই কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করে দিল কমিশন।

ভবানীপুরের পাশাপাশি উপনির্বাচন হওয়ার কথা উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনায় গোসাবায়। এছাড়াও বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। সেখানেই উপনির্বাচন হবে। কিন্তু এখনই সেই কেন্দ্রের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। যেহেতু ভবানিপুর কেন্দ্র সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই সেই কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করা হল। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *