কলকাতা: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল ভোটের হারও। সবচেয়ে বেশি ভোট পড়েছে গোসাবায়। দুপুর ৩টের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোটদানের হার ৬৬.০৭ শতাংশ৷ এদিকে পাশের জেলা উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শনিবার দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার সবচেয়ে কম৷ মাত্র ৫২.৩৭ শতাংশ ভোট পড়ল খড়দহে৷
আরও পড়ুন- শুভেন্দুর খাসতালুকে তৃণমূলে ফাটল, রাজনীতি ছাড়ার হুঙ্কার দিলেন অখিলপুত্র
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শান্তিপুরে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৪.১৮ শতাংশ৷ নদিয়ার শান্তিপুর রয়েছে দ্বিতীয় স্থানে৷ তৃতীয় স্থানে রয়েছে কোচবিহারের দিনহাটা৷ উত্তরের এই কেন্দ্রে ভোট পড়েছে ৬১.৫২ শতাংশ৷ চার কেন্দ্রেই চলছে ভোট গ্রহণ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর সুষ্ঠ ভাবেই চলছে উপনির্বাচন৷ প্রসঙ্গত, কলকাতা এবং লাগোয়া শহরাঞ্চলে ভোটের হার গ্রামাঞ্চলের তুলনায় তুলনামূলক ভাবে কম হয়। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও সেই প্রবণতা স্পষ্ট।